Shravani :৪ বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরলেন, রাজ্য মহিলা দলের প্রধান কোচ শ্রাবণী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।।ঘরের মেয়ে ফিরলো ঘরে। প্রায় ৪ বছর পর। গেলো বছরই ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের কোচ করার জন্য শ্রাবণী দেবনাথতে চেয়েছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু ওই সময় বিদর্ভ দলের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে নেওয়ায় ত্রিপুরার কোচ হতে রাজী হননি শ্রাবণী। এবার আবার শ্রাবণীকে দায়িত্ব দিতে উঠে পরে লেগেছিলেন রাজ্য সংস্থার কর্তারা। শেষ পর্যন্ত ধরা দিলেন শ্রাবণী। আগামী মরশুমে ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের হেড কোচ নির্বাচিত হয়েছেন রাজ্যের ওই প্রাক্তন ক্রিকেটারটি। সোমবার চুক্তিপত্রে সই করেন শ্রাবণী। ওই সময় রাজ্য ক্রিকেট সংস্থায় উপস্থিত ছিলেন সভাপতি তপন লোধ, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যাণ্যরা। আগামী এক বছরের জন্য ত্রিপুরার হেড কোচ নির্বাচিত হয়েছেন শ্রাবণী। পরে যুগ্ম সচিব বলেন,”গেলোবছর থেকেই শ্রাবণীকে পাওয়ার জন্য আমরা যোগাযোগ শুরু করে দিয়েছিলাম। এবার পেলাম। বিশ্বাস করি শ্রাবণীর প্রশিক্ষণে জাতীয় ক্রিকেট ত্রিপুরা আরও এগিয়ে যাবে। এবং ঘরের মেয়েরা আরও ভালো খেলবে”‌। বিদর্ভ মহিলা ক্রিকেট হেড কোচ হিসাবে ২  বছর দাযিত্ব পালন করেছেন শ্রাবণী। এর আগে ২০১৭ সালে দায়িত্ব পেয়েছিলেন অরুনাচল প্রদেশের। এবং সাফল্যের সঙ্গে ওই দুই রাজ্যে প্রশিক্ষণ করিয়েছেন। দায়িত্ব নিয়েই শ্রাবণী বলেন,”ত্রিপুরার ক্রিকেটকে জাতীয় স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় আমার লক্ষ্য। সেই লক্ষ্যকে মাথায় রেখেই কাজ করে যাবো”। জানা গেছে, ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে ভার্চুয়েল কথাবার্তা শুরু করে দিয়েছেন নবনিযুক্ত ওই কোচ। জুলাই মাসের প্রথম সপ্তাহেই মাঠে নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে।‌