TCA :৬৯ জনকে নিয়ে টিসিএ-র অনূর্ধ্ব-১৯ প্রস্তুতি শিবির শুরু ২রা জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। ২রা জুলাই থেকে শুরু হচ্ছে প্রস্তুতিমূলক শিবির। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আসন্ন অনূর্ধ্ব-১৯ জাতীয় মানের টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এই প্রস্তুতি। সারা রাজ্য থেকেই স্পটারদের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করে ৬৯ জন ক্রিকেটারকে টিসিএ-র পক্ষ থেকে এই প্রিপারেটরি অর্থাৎ প্রস্তুতিমূলক ক্যাম্পে ডাকা হয়েছে। ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ২রা জুলাই বেলা বারোটায়, এমবিবি স্টেডিয়ামে কোচ গৌতম সোম (জুনিয়র)-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রথম পর্বের শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: অমরপুরের সৌরভ হালদার ও আবির কর্মকার। বিলোনিয়ার নিশান দেবনাথ। বিশালগড় অরিজিৎ দেবনাথ, আকাশ দাস, সাগর দাস, আয়ুস আলম, অভিনব দেবনাথ, কল্লোল মজুমদার, দীপাঞ্জন ভৌমিক। কমলপুরের আবদুল কালাম। খোয়াইয়ের প্রণয় ঘোষ, অভিরাজ বিশ্বাস, অর্কধ্যুতি দেব, অনুকূল চন্দ্র দেব, ক্রীশ ঘোষ, জুয়েল দাস। মোহনপুরের আকাশ দেব, জয়ন্ত ভট্টাচার্য, নবব্রত শীল, অন্তর রায়, পৃথ্বীরাজ ভৌমিক। সাব্রুমের দিপায়ন দাস। সদরের আনন্দ ভৌমিক, দীপ্তনু চক্রবর্তী, সপ্তজিৎ দাস, নবারুণ চক্রবর্তী, রিব্রজিৎ দাস, অর্কজিৎ দাস, প্রিয়াংশ মিত্র, তথাগত চক্রবর্তী, দীপজয় দেব, তনয় মন্ডল, আকাশ আচার্য, অনিক পাল, সৌরভ সাহা, শারিফ উদ্দিন, দেবজিৎ সাহা, শশীকান্ত বিন, সম্রাট দাস, শ্রাবণ গোস্বামী, তীর্ররাজ দেবনাথ, স্পর্শ দেববর্মা, ধৃতিমান নন্দী, সৌরদীপ দত্ত, রোহন বিশ্বাস, সাত্ত্বিক দত্ত, রাহুল সূত্রধর, সৌমিত্র কর্মকার, অর্কজিৎ পাল, অর্ঘ্যজিৎ চক্রবর্তী, সৌরভ কর, দেবরাজ সরকার, প্রথিক দেববর্মা, ওমর দেবনাথ, সুমিত যাদব, অমিত দে, বিক্রম দেবনাথ, বিষ্ময় পাল, দেবজিৎ দেবনাথ, প্রিয়াংশু দে, সন্দীপ মোদক। শান্তিরবাজার থেকে রাজদ্বীপ দত্ত, বিজয় সেন, দেবজিৎ দত্ত, দেবরাজ দে। তেলিয়ামুড়া থেকে দুর্লভ রায় ও শিবব্রত দেবনাথ। উদয়পুর থেকে আরমান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *