আগরতলা, ২৬ জুন (হি. স.) : সিপিএমের ভোটে কংগ্রেস জয়ী হয়েছে। ত্রিপুরায় উপনির্বাচনে কংগ্রেস-সিপিএমের মিতালীর অভিযোগ এনে সুদীপ রায় বর্মণ-কে বিঁধল বিজেপি। আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তীর অভিযোগ, কংগ্রেস ও সিপিএমের ছায়াজোট উপনির্বাচনে আবারও প্রতিফলিত হয়েছে। সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেসকে মদত করছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবেন।
তাঁর পাশে বসেই প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৯ বছর পর যুবরাজনগর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে। চার হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী মলীনা দেবনাথ জয়ী হয়েছেন। তাঁর সাফ কথা, ত্রিপুরার মানুষ উপনির্বাচনে বামেদের প্রত্যাখান করেছেন।
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বিশাল ব্যবধানে উপনির্বাচনে জয়ী হয়েছেন। কারণ, ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি বিজেপি পরিচালিত সরকার পূরণ করে চলেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনে মানুষের কাছে যাওয়ার আগেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে সরকার।
নির্বাচনী ফলাফল পরবর্তী সংঘর্ষের ঘটনায় প্রদেশ বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী গত ১৪ জুন সমস্ত দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, সন্ত্রাস বরদাস্ত করা হবে না। গতকালও আমরা একই বার্তা দলের তরফে সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছি। কিন্তু, বিরোধীদের তরফে এমন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
তাঁর দাবি, পুর নিগমের কাউন্সিলর শিল্পী সেন ও তাঁর মেয়েকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছেন। বিজেপি কার্যকর্তার উপর হামলা হয়েছে। তাতে তিনি গুরুতর আহত হয়েছেন।তাঁর অভিযোগ, কংগ্রেস নেতারা ত্রিপুরার পরিবেশ অশান্ত করে তোলার জন্য উস্কানি দিচ্ছেন। আজকের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দোষীদের শাস্তির ব্যবস্থা করবে তিনি আশা প্রকাশ করেন।

