২৩ আগস্ট দিল্লি অভিযানের মধ্য দিয়ে তিপরাল্যান্ড দাবি দিবস পালন করবে আইপিএফটি : এন সি দেববর্মা

আগরতলা, ২৫ জুন (হি. স.) : তিপরাল্যান্ডের দাবি থেকে সরে আসেনি আইপিএফটি। এবছরও তার ব্যতিক্রম হবে না। আগামী ২৩ আগস্ট তিপরাল্যান্ড দাবি দিবস দিল্লি অভিযানের মধ্য দিয়ে পালিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আইপিএফটি সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। এদিন তিনি বলেন, আজ তিপরা মথা থেকে অঘোর দেববর্মা আইপিএফটি দলে যোগদান করেছেন।

এন সি বাবু বলেন, আইপিএফটি ত্রিপুরায় শাসক জোট শরিক দল। কিন্ত, সরকার ও দলের মধ্যে বরাবরই তফাত রয়েছে। মন্ত্রিসভার অংশ ঠিকই আমরা, কিন্ত পৃথকরাজ্যের দাবি এখনো ভুলিনি। তাঁর দাবি, প্রতি বছর আইপিএফটি তিপরাল্যান্ড দাবি দিবস পালন করছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। তাঁর সাফ কথা, আগামী ২৩ আগস্ট দিল্লি অভিযানের মধ্য দিয়ে তিপরাল্যান্ড দাবি দিবস পালিত হবে।

আজ তিনি দলে বিভাজন তৈরির জন্য প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়ার এক হাত নিয়েছেন। তিনি বলেন, ভুলে যাওয়া উচিত নয় মেবার কুমার জমাতিয়া এখনো আইপিএফটির বিধায়ক হিসেবেই পরিচিত। অন্য দলে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হবে। সেক্ষেত্রে তিনি আইপিএফটি ছেড়ে অন্য দলে যোগ দিতেই পারেন। সাথে তিনি যোগ করেন, তিপরা মথায় যোগ দেওয়ার দায়ে বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ খারিজ করার আবেদন এক বছর হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দিয়েছি। এখনো তাঁর বিধায়ক পদ বাতিল হল না, তাতে আমাদের কিছুই করার নেই।

এদিন তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামীদিনে বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি। সাথে তিনি যোগ করেন, তিপরা মথা থেকে আজ অঘোর দেববর্মা আইপিএফটি-তে যোগ দিয়েছেন।