আইপিএফটি ভেঙ্গে চুড়মার, মেবার গোষ্ঠী যোগ দিচ্ছে তিপরা মথায়

আগরতলা, ২৫ জুন (হি. স.) : ত্রিপুরায় শাসক জোট শরিক আইপিএফটি ভেঙ্গে চুড়মার হয়ে যাচ্ছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা তিপরা মথায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে, মেবার কুমার জমাতিয়া এখনো এ-বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

শনিবার সাংবাদিক সম্মেলনে মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা দাবি করেন, আইপিএফটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। নির্বাচিত সভাপতির বদলে বলপূর্বক দখল করা স্বঘোষিত সভাপতি আইপিএফটি পরিচালনা করছেন। তাঁরা সরাসরি রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাকে নিশানা করে বলেন, মেবার কুমার জমাতিয়া নির্বাচনে জয়ী হওয়ার পর দলের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। কিন্ত, এন সি দেববর্মা নিজেকে স্বঘোষিত সভাপতি ঘোষণা দিয়ে পুরো দল কব্জা করেছেন। তাই, আগামী ২ জুলাই মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা সকলে তিপরা মথায় যোগদান করবেন।

তাঁদের বক্তব্য, পৃথক রাজ্যের দাবি আইপিএফটি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। বিধানসভায় ওই দাবিতে সরব হওয়ার জন্য এন সি দেববর্মাকে বহুবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু, তিনি এ-বিষয়ে কখনোই কর্ণপাত করেননি। ফলে, আজও ঐ দাবি হিমঘরে পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, এন সি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি এখন বিজেপির বি টিম হিসেবে কার্য করছে। ফলে, তাঁদের সাথে ঘর করা সম্ভব নয়। তাই, আগামী ২ জুলাই সকলে একত্রিতভাবে তিপরা মথায় যোগদান করব। তাঁদের দাবি, তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের ডাক দিয়েছে। তাই, আমরা ওই ডাকে সাড়া দিতে চলেছি।এ-বিষয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়া বলেন, সমর্থকদের সাথে আমার এখনো দলবদল নিয়ে আলোচনা হয়নি। তাঁরা দলবদল করতে চলেছেন এমনটা আমাকে জানাননি। ফলে, এখনই কিছু বলতে পারছিনা। তাঁদের সাথে আলোচনাক্রমে পরবর্তী সময়ে এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।