Dead Body:দাতারামে ফাঁসিতে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷  উদয়পুরের দাতারামে দেবনাথ পাড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম কিষান দাস৷ শনিবার স্থানীয় লোকজনরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে গর্জি আউটপোষ্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ 

পারিবারিক সূত্রে জানা গেছে তাদের পরিবারে কোনো ধরনের ঝামেলা ছিল না৷ কেন ওই যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ নিশ্চিত ভাবে কিছুই বলতে পারছেন না৷ এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়েও নানা মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷