রাণী দুর্গাবতীর আত্মত্যাগ দিবসে শ্রদ্ধা অমিত শাহ-র

নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : বীরাঙ্গনা রানী দুর্গাবতীর আত্মত্যাগ দিবসে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি টুইটে বলেছেন, “রানি দুর্গাবতী ছিলেন সাহস, ত্যাগ, বীরত্ব এবং নারী শক্তির এক অনন্য মূর্তি, যিনি আত্ম-অহংকার এবং মাতৃভূমির রক্ষার জন্য সত্যিকারের রণচণ্ডী হয়ে বিদেশী হানাদারদের সঙ্গে লড়াই করেছিলেন। এমন একজন দেশপ্রেমিক বীরাঙ্গনাকে তার শহীদ দিবসে স্যালুট।”

কালিঞ্জরের রাজা কীর্তিবর্মন (অনেকের মতে) কীর্তিসিং চন্দেলের একমাত্র সন্তান দুর্গাবতী। তার বিয়ের চার বছর পর স্বামী গৌড় রাজা দলপত শাহের অকাল মৃত্যুর পর পুত্র বীরনারায়ণকে সিংহাসনে বসেছিলেন এবং তাঁর অভিভাবক হিসেবে স্বশাসন শুরু করেছিলেন। তার রাজ্যের নাম ছিল গন্ডোয়ানা।