নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান সামন্ত গোয়েলের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করল ভারত সরকার। এক বছর কার্যকালের মেয়াদ বৃদ্ধির পর ১৯৮৪ ব্যাচের পঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সামন্ত গোয়েল ২০২৩ সালের ৩০ জুন অবধি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পদে থাকবেন।
অপরদিকে, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র ডিরেক্টর হচ্ছেন তপন কুমার ডেকা। ভারত সরকারের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, দুই বছরের মেয়াদের জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর করা হচ্ছে স্পেশাল ডিরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো আইপিএস অফিসার তপন কুমার ডেকাকে।