ওয়াশিংটন, ২৪ জুন (হি.স.): ইঙ্গিত আগেই দিয়েছিলেন, এবার পদক্ষেপও করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুযায়ী) আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হল আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। ১০০ সদস্যের সেনেটে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ৬৫টি ভোট। বিপক্ষে ৩৩টি।
আমেরিকায় বিগত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাশের এই পদক্ষেপ অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে দাবি করেছেন ডেমোক্র্যাট শিবিরের। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।’’ প্রসঙ্গত, বন্দুকবাজের হামলা ঠেকাতে সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রদেশের সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন স্কুল, শপিং মলে বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুক। বন্দুকবাজদের ঠেকাতেই সেনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ করল জো বাইডেন সরকার।

