ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। আগামীকাল থেকে আবার শুরু আসর। মুষলধারে বৃষ্টির জন্য বেশ কয়েকদিন স্থগিত থাকার পর। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। প্রথম লিগের পঞ্চম ম্যাচে আজ বাইখোরা স্কুল খেলবে উত্তর তাউখোমা স্কুলের বিরুদ্ধে। বাইখোরা স্কুল মাঠে হবে ম্যাচটি। এবছর আসরে অংশ নিয়েছে মাত্র ৪ টি স্কুল:বাইখোরা স্কুল, ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠান, জোলাইবাড়ি স্কুল এবং উত্তর তাউখামা স্কুল। ডাবল লিগ পদ্ধিতিতে হবে আসর। গ্রুপ লিগের শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। আসরের ফাইনাল ম্যাচ হবে ৪ জুলাই। মহকুমা ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব অমরেশ মজুমদার নতুন করে ক্রীড়াসূচী ঘোষনা করেন। আসরের সবকটি ম্যাচ হবে বাইখোরা স্কুল মাঠে। প্রথম লিগের ৪ ম্যাচের পরই আসর স্থগিত রাখা হয়েছিলো। মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা আপ্রান চেষ্টা করে মাঠকে খেলার উপযুক্ত করে তুলেছেন।
ক্রীড়া সূচী
২৫ জুন: বাইখোরা স্কুল— উত্তর তাউখোমা,
২৬ জুন: ব্রিন্তক সামাজিক সংস্থা— জোলাইবাড়ি স্কুল,
২৭ জুন: জোলাইবাড়ি স্কুল— উত্তর তাউখামা,
২৮ জুন: বাইখোরা স্কুল— ব্রিন্তক সামাজিক সংস্থা,
২৯ জুন:ব্রিন্তক সামাজিক সংস্থা— উত্তর তাউখামা,
৩০ জুন: বাইখোরা স্কুল— জোলাইবাড়ি স্কুল,
১ জুলাই: বাইখোরা স্কুল— উত্তর তাউখামা,
২ জুলাই:ব্রিন্তক সামাজিক সংস্থা— জোলাইবাড়ি স্কুল,
৪ জুলাই: ফাইনাল।
2022-06-24

