ওয়াশিংটন, ২৪ জুন (হি.স.): আমেরিকায় কোভিড-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল, মৃত্যুর সংখ্যাও ২০০-র ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৬,৭০২ জন। নতুন করে ৯৬,৭০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৮,৫৬৬,৯৬১-এ পৌঁছেছে।
বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ২৬৬ জনের প্রাণ। নতুন করে ২৬৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০৪০,২৩৬ জনের। মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮৪,২৫৭,৯১৩ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,২৬৮,৮৯১২-তে পৌঁছেছে।