ঢাকা, ২৪ জুন ( হি. স.) : আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশের কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ বা ৫ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে রওনা হবেন এবং ৬ সেপ্টেম্বর মোদীর সঙ্গে বৈঠক করবেন। একই দিনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তখনই মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এক বছরের মধ্যে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছিলেন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ জুন দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে এই সফর চূড়ান্ত হয়।