TMC :ত্রিপুরায় উপনির্বাচনে পুলিং এজেন্ট দিতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, তবুও বিজেপির বিকল্প দাবি

আগরতলা, ২৩ জুন (হি. স.) ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে পাঁচ শতাংশ বুথেও পুলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। অথচ, রাজ্যে বিজেপির বিকল্প হিসেবে নিজেদের দাবি করছে। আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রভারী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার জনগণ আগরতলা পুর নিগম নির্বাচনের পুনঃপ্রবর্তন দেখেছে আজ। কারণ, উপনির্বাচনেও বিজেপি ভোটারদের ভোট দিতে দেয়নি। তাতে, বিজেপি নিজের কফিনে চূড়ান্ত পেরেক পুঁতে দিয়েছে। এটাই বিজেপির শুরুর শেষ, কারণ ত্রিপুরায় তৃণমূল বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

তাঁর কথায়, ফলাফল যাই হোক, আমরা জনগণের পাশে থাকব। ত্রিপুরার জনগণকে তাঁদের গণতান্ত্রিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং ত্রিপুরাকে উন্নয়নের পথে নেওয়া পর্যন্ত তাদের সেবা করা আমাদের কর্তব্য।

তাঁর দাবি, আমরা একাধিক কর্তৃপক্ষের কাছে হিংসা ও হয়রানির বিভিন্ন ঘটনার বিরুদ্ধে ১৪৪টি অভিযোগ নথিভুক্ত করেছি। যদি প্রয়োজন হয়, আমরা আইনগতভাবে এটি গ্রহণ করতে পারি। তাঁর বক্তব্য, ত্রিপুরায় শাসক দল জোর দিয়ে করে ২০২৩ সালের নির্বাচনের আগে ত্রিপুরার উপনির্বাচন “সেমি-ফাইনাল”। তাহলে আমরা তাদের বিশ্লেষণের সঙ্গে একমত। কারণ এবার জনগণ তাঁদের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। এটাই প্রমাণ করে, ২০২৩ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কী পরিমাণ চাপে থাকবে এবং তৃণমূল সর্বশক্তি দিয়ে লড়াই করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *