নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : রাজধানীতে দূষণ রুখতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার। আসন্ন শীতের মরসুমে দূষণ বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে মাঝারি এবং ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করেছে৷
শীতকাল এলেই মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল হয় রাজধানী দিল্লি। ধোঁয়াশায় স্পষ্টভাবে কিছু দেখা যায়নি। অনেকে শ্বাসকষ্ট, চোখে জ্বালাভাব অনুভব করেন। দূষণ রুখতে তাই এবার অনেক আগে থেকেই কঠোর পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। দিল্লি সরকার সূত্রের বৃহস্পতিবার জানা গিয়েছে, শীতের মরসুমে দিল্লিতে দূষণ বৃদ্ধির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে মাঝারি এবং ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।