করিমগঞ্জ (অসম), ২২ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলায় চলতি বন্যায় পাঁচটি রাজস্ব চক্রের ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮৮্টি। ওই সব বন্যাপ্রভাবিতের সংখ্যাও বেড়ে হয়েছে মোট ১৭ লক্ষ ৭ হাজার ২৭৮ জন। করিমগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই খবর দিয়ে জানিয়েছেন, করিমগঞ্জ রাজস্ব চক্রে ১৭৫৬৯ জন, বদরপুরে ৩৫৫৭৩, নিলামবাজারে ৭৭৯৬০, পাথারকান্দিতে ৭৭৫১ এবং রামকৃষ্ণনগর রাজস্ব সার্কলে ৩৮৪২৫ জন ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এর মধ্যে বেশি প্রভাবিত করিমগঞ্জ রাজস্ব চক্রের ৩০৫ জন, নিলামবাজারের ৩১৮ জন ও বদরপুরের ২২০ জনকে এসডিআরএফ-এর জওয়ানরা উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিয়েছেন। ত্রাণকেন্দ্র খোলা হয়েছে করিমগঞ্জে ৩২টি, বদরপুরে ২৩টি, পাথারকান্দিতে পঁচটি নিয়ে জেলায় মোট ৬০টি। এছাড়া ১৬২টি কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এগুলোর মধ্যে করিমগঞ্জে নয়টি, বদরপুরে ২৬টি, নিলামবাজারের ২৫টি, পাথারকান্দিতে ৩১টি এবং রামকৃষ্ণনগরে ৭১টি কেন্দ্র রয়েছে।
ত্রাণ শিবিরে রয়েছেন মোট ১১ হাজার ৩০৯ জন বন্যাক্রান্ত। যার মধ্যে বদরপুরে ১৬৩০, করিমগঞ্জে ৯৫৯৪ এবং পাথারকান্দিতে ৮৫ জন। এবারের বন্যায় এ পর্যন্ত করিমগঞ্জ জেলার নিলামবাজারে তিনজন এবং রামকৃষ্ণনগরে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে রামকৃষ্ণনগর রাজস্ব চক্র এলাকার ২৯০ হেক্টর এবং বদরপুরে ২৭৫.২০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া করিমগঞ্জ জেলায় ২৩,৮২২টি গবাদি পশু সমস্যার সম্মুখীন হয়েছে। এর মধ্যে ৪০৮৯টি নিলামবাজারে, ১৮,৫৩৩টি পাথারকান্দিতে এবং ১২০০টি রামকৃষ্ণনগরের। জেলার ত্রাণ শিবির সহ অন্যান্য স্থানে ৬৭টি মেডিক্যাল টিম পরিষেবা চালিয়ে যাচ্ছে। গতকাল ২১ জুন পর্যন্ত ৮০ হাজার ৩৭৪ জন বন্যাক্রান্তকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে চাল ৫৪৪৪.২৮১৪ কুইন্টাল, ডাল ১০৪৬.৬২৫ কুইন্টাল, লবণ ৩১৪.৬৭ কুইন্টাল, সর্ষে তেল ৫৩০৭.৬ লিটার, তুষ ১৪৪ কুইন্টাল এবং অন্যান্য সামগ্রী যেমন বিস্কুট, মশার কয়েল, মোমবাতি, ব্লিচিং পাউডার, সেনিটারি ন্যাপকিন, দিয়াশলাই বাক্স, আমূল তাজা ইত্যাদি প্রদান করা হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে কেমিক্যাল ৭৪০০ প্যাকেট, ব্লিচিং পাউডার ৪২৫ কেজি, ফিনাইল ৫০০ মিলি লিটারের বোতল ৫০ বোতল, হ্যালোজেন / এনএডিডিসি ট্যাবলেট ১৪ হাজারটি বিতরণ করা হয়েছে। জানানো হয়েছে, রামকৃষ্ণ নগর রাজস্ব চক্রে ১৯৫.৯০ হেক্টর এলাকার মাছের পুকুর ও মাছের পোনার ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় করিমগঞ্জ জেলায় জলসম্পদ বিভাগের দুটি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বৈরাগিচক এলাকায় লঙ্গাই নদীর বাম দিকের নদীবাঁধ এবং আব্দুল্লাপুর এলাকায় লঙ্গাই নদীর বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পাথারকান্দি রাজস্ব চক্রের বুবরিঘাট সড়ক থেকে আদমটিলা পর্যন্ত পূর্ত বিভাগের সড়ক নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসন থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রাণকেন্দ্রগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে করিমগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে।