World Yoga Cup :দিল্লিতে ওয়ার্ল্ড যোগা কাপে অংশ নিতে রওয়ানা রাজ্যদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২-এ অংশগ্রহন করার জন্য রাজ্যের নয়জন প্রতিভাবান প্রতিযোগী বুধবার কৈলাসহর থেকে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করল।
ইউনিভার্সেল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে ছাব্বিশ ও সাতাশ জুন দিল্লীর গাজীয়াবাদের এ এল টি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২। এই প্রতিযোগীতায় বিশ্বের প্রায় ত্রিশটি দেশ অংশ নেবে। বাছাই প্রক্রিয়া শেষে রাজ্যের নয়জন প্রতিযোগী অংশ গ্রহনের সুযোগ পায়। পুরুষ বিভাগে পাঁচ জন এবং মহিলা বিভাগে চার জন। ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২-এ মূলত তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, রিদমিক, আর্টেস্টিক ও যোগাসন। নয়জন প্রতিযোগীর সাথে কোচ হিসাবে যাচ্ছেন আশরাফ আলী, যিনি নিজেও প্রতযোগীতায় অংশ নেবেন, টিম ম্যনেজার হিসেবে যাচ্ছেন অপর যোগা প্রশিক্ষক স্বপ্ন চন্দ্র দাস। বুধবার সকাল এগাটাটায় কৈলাশহর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয় যোগা প্রশিক্ষক আশরাফ আলী। ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২ অংশ‌গ্রহনের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ‌ বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রিপুরা রাজ্য সড়ক ও রেলপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রতিযোগীদের নিজস্ব অর্থ ব্যয় করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে। সে ক্ষেত্রে বিমানে যাতায়াতের জন্য রাজ্য ক্রীড়া দপ্তর সহ রাজ্য সরকার এবং সামাজিক মাধ্যমে একাধিক বার আবেদন করা হয় সাহায্যের জন্য কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এক প্রকারের জীবনের ঝুঁকি নিয়েই এই নয় জন প্রতিযোগী ও টিম ম্যানেজার বুধবার সড়কপথে কৈলাসহর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। প্রতিযোগিরা যেন সাফল্য অর্জন করে নাম উজ্জ্বল করতে পারে সেই আবেদন রেখে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করল প্রতিযোগিরা। খেলোয়াড়রা হলেন:‌ স্বপন চন্দ্র দাস, আশরফ আলি, অনির্বান ভট্টাচার্য, শাক্ষি মালাকার, অর্পিতা দাস, ঋদ্ধিমান সাহা, শুহন পাল, উদীসা দেববর্মা এবং শায়ন্তিকা শীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *