Ranji final : রঞ্জি ফাইনালে বড় স্কোরের লক্ষ্যে এগুচ্ছে মুম্বাই : মধ্যপ্রদেশও লড়ছে

বেঙ্গালুরু, কর্ণাটক, ২২ জুন।। বড় স্কোরের লক্ষ্যেই এগুচ্ছে মুম্বাই। টসে জয়, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত –  সবকিছুই যেন মুম্বাইয়ের পক্ষে। তবুও মধ্যপ্রদেশের বোলাররা চেষ্টার কোনও ত্রুটি-ই রাখছেন না। এমনকি প্রথম ওভার করার জন্য কুমার কার্তিকেয়’র হাতে বল তুলে দেওয়ার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে, বিনা যুদ্ধে ময়দান ছাড়তে রাজি নয়। রঞ্জি ট্রফি জয়ের গৌরব মধ্যপ্রদেশের কাছে একাধিকবার রয়েছে। তবে শিরোপা জয়ের রেকর্ড অর্জনকারী মুম্বাই অনবদ্য। তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। উইকেট কখন কার পক্ষে আচরণ করবে আগের থেকে কারোর বলা সম্ভব নয়। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মুম্বাই ও মধ্যপ্রদেশের খেতাবি লড়াই শুরু হয়েছে। এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ৫ দিনের ম্যাচ। প্রথম দিনের খেলা শেষে মুম্বাই ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতো প্রথম দিনে সেঞ্চুরির গৌরব কারোর অর্জিত হয়নি। তবে ওপেনিং জুটিতে অধিনায়ক পৃথ্বী শাহ ও যশস্বী ভূপেন্দ্র জয়সোয়ালের দুরন্ত শুরু মধ্যপ্রদেশের বোলিং লাইনআপকে একটু চিন্তিত করে তুলেছিল। তবে দিনের শেষে ৯০ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান একাধারে সহজও নয়, আবার ফাইনাল ম্যাচের কথা ভাবলে চ্যালেঞ্জিংও নয়। দলের পক্ষে ওপেনার পৃথ্বী শাহ ৪৭ রানে, যশস্বী ভূপেন্দ্র জয়সওয়াল ৭৮ রানে প্যাভিলিয়নের ফিরলেও এস. খান ৪০ রানে এবং স্যামস মুলানি ১২ রানে উইকেটে রয়েছেন। মধ্যপ্রদেশের সারাংশ জৈন ৩১ রানে এবং অনুভব আগরওয়াল ৫৬ রানে দুটি করে উইকেট পেয়েছে। কুমার কার্তিকেয় পেয়েছে একটি উইকেট। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন।