Governor of Maharashtra Bhagat Singh Koshiari: কোভিডে আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল, চিকিৎসাধীন হাসপাতালে

মুম্বই, ২২ জুন (হি.স.): ভারতে করোনাভাইরাসের দাপট ফের বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। করোনায় আক্রান্ত হওয়ার পর বুধবারই দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপালকে। তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

৮০ বছর বয়সী কোশিয়ারি প্রায় সর্বদাই মাস্ক পরে থাকেন, পাবলিক ইভেন্টে সবসময় তাঁকে মাস্ক পরতে দেখা যায়। এবার তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে দক্ষিণ মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।