নয়াদিল্লি, ২২ জুন ( হি. স.) : একটি বিবাদ কেন্দ্র করে রাজধানীতে ২১ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, পিসি আদর্শ নগর এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনার খবর আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিল্লির আজাদপুরের মীল ওয়ালা পার্কে একটি মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। নিহত ঋত্বিক (২১) রেললাইন আজাদপুরের বাসিন্দা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচজন তাকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ব্যক্তিকে শনাক্ত করে।
আদর্শ নগরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় পাঁচজনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।