Kidnap : নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে অভিযুক্তের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

বিলোনিয়া(ত্রিপুরা), ২২ জুন (হি. স.) : নাবালিকা অপহরণ ও ধর্ষন কাণ্ডে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিল বিলোনিয়া বিশেষ আদালত। 

এ-বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত। তিনি বলেন, ২০১৯ সালের ১ নভেম্বর সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে ছিল শান্তির বাজার এলাকার এক নাবালিকা মেয়ে। বাড়ি থেকে কিছুটা দূর যাওয়ার পরেই প্রনজিৎ দেবনাথ তার দুই বন্ধুর সাহায্যে একটি গাড়িতে ওই নাবালিকাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়।

তাঁর কথায়, বহু খোঁজাখুঁজির পরও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।  পরবর্তী সময় জানা যায় মেলাঘর থানার পুলিশ তাদেরকে আটক করেছে। মেলাঘর থানাধীন ওই যুবকের এক আত্মীয়ের বাড়িতে ছিল তারা, পরে এমনটাই জানা গেছে। এদিকে, মেলাঘর থানার পুলিশ শান্তিরবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ওই নাবালিকা এবং অভিযুক্ত প্রনজিৎ দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রণজিতের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩৬৬ এবং পকসো আইনের ৪(২) ধারায় মামলা রুজু হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়।দীর্ঘ শুনানির পর বিলোনিয়া স্পেশাল জজ আশুতোষ পান্ডে বুধবার রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত প্রনজিৎ দেবনাথকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে ১ মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। পাশাপাশি পকসো আইনের ৪(২) ধারায় আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন। অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাবাসের সাজা দিয়েছেন বিচারক। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *