মহীশূর, ২১ জুন (হি.স.): অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কর্ণাটকের মহীশূরের প্রাসাদ গ্রাউন্ডে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহীশূরের প্রাসাদ গ্রাউন্ড থেকেই দেশ তথা সমগ্র বিশ্বকে আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগের গুরুত্ব সকলের সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজে শান্তি বয়ে আনে যোগব্যায়াম। প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেছেন, যোগের এই অনাদি যাত্রা এভাবেই ভবিষ্যতে চলতে থাকবে।
অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার অনেক সকালেই মহীশূর প্রাসাদ গ্রাউন্ডে পৌঁছে যান প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। যোগাভ্যাসের প্রাক্কালে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন নিজের ভাষণে বলেছেন, “অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশ ও বিশ্বের সমস্ত মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যোগ দিবস উপলক্ষ্যে কর্ণাটকের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকতা এবং যোগের ভূমি মহীশূরকে প্রণাম জানাচ্ছি আমি। মহীশূরের মতো ভারতের আধ্যাত্মিক কেন্দ্রগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে যে যোগ শক্তিকে লালন-পালন করেছে, এখন সেই যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যের দিকনির্দেশনা দিচ্ছে। যোগব্যায়াম এখন বিশ্বব্যাপী সহযোগিতার একটি পারস্পরিক ভিত্তি হয়ে উঠছে। যোগব্যায়াম মানুষকে সুস্থ জীবনের বিশ্বাস দিচ্ছে।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “এবার আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল-মানবতার জন্য যোগব্যায়াম। এই থিমের মাধ্যমে সমগ্র মানবতার কাছে যোগের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি রাষ্ট্রসঙ্ঘ এবং সমস্ত দেশকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। যোগব্যায়াম আমাদের মধ্যে শান্তি নিয়ে আসে। যোগব্যায়াম আমাদের সমাজে শান্তি বয়ে আনে। যোগব্যায়াম আমাদের দেশ ও বিশ্বে শান্তি আনে এবং যোগব্যায়াম আমাদের মহাবিশ্বে শান্তি নিয়ে আসে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যোগের এই অনাদি যাত্রা এভাবেই ভবিষ্যতে চলতে থাকবে।” বক্তব্য শেষে যোগাভ্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই দেশ তথা সমগ্র বিশ্বকে আন্তর্জাতিক যোগ দিবসের নেতৃত্ব দিয়েছেন তিনি।