উদয়পুরে দুঃসাহসীক চুরি, কুড়ি ভরি স্বর্ণালংকার ও নগদ কয়েক লক্ষ টাকা লুট

উদয়পুর, ২১ জুন : আবারো উদয়পুরে দুঃসাহসীক চুরি হয়েছে। প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল।

জানা গেছে, পশ্চিম ছাতারিয়া এলাকার বাসিন্দা কাজল দাসের বাড়িতে গতকাল রাতে সংঘটিত  হয়েছে এই চুরির কান্ড। গতকাল বাড়ির মালিক অসুস্থ  থাকায় তিনি আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে চোরের দল। 

বাড়ির সদস্যদের  অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল এই কান্ডটি সংঘটিত করেছে।ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসেছেন। পরবর্তীতে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, আর কে পুর থানার ওসি বাবুল দাস। আনা হয় বিশেষ ফরেনসিক টিম ও ডগ স্কোয়ার্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চোরদের কোনো হদিশ পাওয়া যায়নি।