রাতের ওয়াশিংটনে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে আক্রান্ত পুলিশও

ওয়াশিংটন, ২০ জুন ( হি. স.) : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। রবিবার রাতে ওয়াশিংটনে আচমকাই চলল গুলি। পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালাল বন্দুকবাজ। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছনোর পর তাঁদেরও লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের নর্থওয়েস্ট-এ। ওয়াশিংটন ডিসির পুলিশ সূত্রে খবর, যেখানে গুলি চলেছে তার কিছুটা দূরেই একটা কনসার্ট চলছিল। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। রাস্তায় বেশ ভিড়ের মধ্যেই গুলি চালায় বন্দুকবাজ। ঘটনাটিতে বহু মানুষ আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে ডিসি পুলিশ। গুলি লেগেছে বেশ কয়েকজন পুলিশ কর্মীরও।