নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের অভিযোগ, বারংবার চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণ প্রজন্মকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী! রাহুল গান্ধী রবিবার টুইট করে লিখেছেন, বারবার চাকরির মিথ্যে আশা দিয়ে প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে বেকারত্বের ‘অগ্নিপথে’ হাঁটতে বাধ্য করেছেন।
রাহুল টুইটারে আরও লিখেছেন, ৮ বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তরুণরা শুধু পাকোড়া ভাজার জ্ঞান পেলেন। দেশের এই অবস্থার জন্য একমাত্র প্রধানমন্ত্রীই দায়ী। প্রসঙ্গত, অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘোষণার পর থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে ভারত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও, শান্ত হচ্ছেই না দেশ।