Arrest : স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তার স্বামী

কৈলাসহর, ১৯ জুন৷৷ পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী৷ ঘটনা কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকায়৷ পুলিশ অভিযুক্ত স্বামী রাইফেল মুন্ডাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, দেওরাছড়া এডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা রাইফেল মুন্ডা ও তাঁর স্ত্রী মনি মুন্ডা এলাকারই একটি মালিকাধীন চা বাগানে শ্রমিক হিসাবে কাজ করেন৷ তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ ছেলে অর্থ উপার্জনের জন্য তামিলনাডুতে থাকে৷ আর মেয়ের বিয়ে হয়ে গেছে৷ তাই বাড়িতে রাইফেল মুন্ডা ও মনি মুন্ডা থাকে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মধ্যে প্রয়শই ঝগড়া বিবাদ লেগে থাকত৷ রবিবার গভীর রাতে রাইফেল মুন্ডা প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানায় যে তার স্ত্রী মনি মুন্ডার মৃত্যু হয়েছে৷ তাৎক্ষনিক প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় মাটিতে মনি মুন্ডার মৃতদেহ পড়ে রয়েছে৷ খবর দেওয়া হয় কৈলাশহর থানায়৷ প্রতিবেশী ও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইফেল মুন্ডা স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে৷সোমবার কৈলাসহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ সাথে অভিযুক্ত রাইফেল মুন্ডাকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *