আসানসোল, ১৯ জুন (হি.স.):আসানসোলে ইসিএলের ট্রান্সফরমার হাউজে ভয়াবহ আগুন। রবিবার সকালে আসানসোল পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের অধীন শ্রীপুর বাজারের মাছপট্টিতে এই আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়েছে সেখানে থাকা চারটি ট্রান্সফরমার। দমকলকর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ছাই হয়ে যায় সমস্ত যন্ত্রাংশ।
এদিকে, ইসিএলের ওই চারটি ট্রান্সফরমারের মাধ্যমে তিন পটিয়া, নিউ সেন্টার, স্টাফ কোয়ার্টারে বসবাসকারী প্রায় ১০ হাজার মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাতসকালে আচমকাই ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ায় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
দমকলের অনুমান, শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। ইসিএলের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। এলাকায় বিদ্যুৎ পরিষেরা স্বাভাবিক করার চে