Yoga Mahotsav : উত্তর জেলায় যোগা মহোৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  ‘যোগা ফর হিউমিনিটি’  থিমকে সামনে রেখে সারা দেশের সাথে সংগতি রেখে অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস ২০২৩উপলক্ষে যোগা মহোৎসব পালন করছে  উত্তর ত্রিপুরা নেহরু  যুব কেন্দ্র জেলার প্রতিটি ব্লক স্তরে৷ আগামী ২০ জুন প্রতিটি ব্লকে  ব্লক ভিত্তিক যোগা  মহোৎসব পালিত হবে বিভিন্ন সামাজিক সংস্থার ব্যবস্থাপনায়৷ এছাড়া ২১ জুন  সকাল ছয় ঘটিকায় জেলা ভিত্তিক অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্মনগর রেল স্টেশন প্রাঙ্গণে৷ উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্র ও রেলওয় প্রটেকশন ফোর্স  ধর্মনগর এর যৌথ উদ্যোগে এবং  প্রজাপিতা ব্রহ্মাকুমারী  ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার সহযোগিতায়৷ এই যোগা দিবস কার্যক্রমে ধর্মনগর শহর এলাকার প্রতিটি সুকল, এন  এস এস  ইউনিট, যোগা সুকল , বিভিন্ন সামাজিক সংস্থা অংশগ্রহণ করবে৷  তার জন্য চলছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ এছাড়াও এই দিনটিকে সফলতার সাথে  উদযাপন করার জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য নেহরু যুব কেন্দ্র  উত্তর ত্রিপুরার  পক্ষ থেকে আহববান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *