ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হচ্ছে। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল, সোমবার প্রথম সেমিফাইনালে আইতরমা ক্লাব খেলবে ইয়ং ব্লাড ক্লাবের বিরুদ্ধে। খেলা হবে ঘাগড়া ছড়া হাই স্কুল মাঠে। শুরু সকাল ন’টায়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুন, মঙ্গলবার। এতে কল্পতরু ট্রাস্ট খেলবে বুলেট ক্লাবের বিরুদ্ধে। খেলা একই ঘাগড়া ছড়া হাই স্কুল মাঠে। ওই দিন সকাল ৯ টায়। উল্লেখ্য, ৩০ এপ্রিল থেকে ১০ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। পয়েন্টের ভিত্তিতে সেরা আট দলকে নিয়ে হয়েছে সুপার আটের লড়াই। ১৬ জুনে সুপার আটের খেলা শেষ হয়েছিল। অতঃপর বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারণে খেলা স্থগিত রাখার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। লং তরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
2022-06-19