Baramura : বড়মুড়ায় চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়ল বিশালাকার গাছ, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে গাড়ির উপর বিশালাকার গাছ ভেঙ্গে  দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন চারজন৷ ঘটনা রবিবার৷ ঘটনার পর  দেড় ঘন্টা যাবৎ স্তব্ধ ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ণ এলাকায়৷জানা গেছে, টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে ছোট আকারের ধবসপড়ে৷ ফলে জাতীয় সড়কের পাশে থাকা গাছগুলি কিছুতেই মাটিকে আটকে রাখতে না পারায় প্রতিনিয়ত ছোট বড় গাছ ভেঙ্গে জাতীয় সড়কে পড়ছে৷ রবিবারও তার ব্যাতিক্রম হয়নি টিআর ০১ এইচ ২২৫৪ নম্বরের গাড়ি  ৩ জন যাত্রী নিয়ে বাবুল সিনহা আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল৷ তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ণ আসার পথে গাড়িটির উপর বিশাল আকারের একটি গাছ ভেঙ্গে পড়ে৷ গাড়িতে থাকা গাড়ির চালক এবং ৩ জন যাত্রী আহত হয়৷ এদিকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে এই দুর্ঘটনার ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশে থাকা শত শত গাড়ি আটকা পড়ে৷ আটকে পড়ে যায় একটি রোগী নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্স গাড়িও৷এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ জাতীয় সড়কের দুই পাশে শত শত দূরপাল্লার যাত্রী বোঝাই গাড়ি আটকে পড়ে যাওয়াতে বৃষ্টির সময় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *