Bridge Collapses : মোহনপুরে সোনাই নদীর উপর ভেঙ্গে পড়ল সেতু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  দুদিন যাবত প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়ল মোহপুর বাজার সংলগ্ণ সোনাই নদীর উপরের সেতু৷ দীর্ঘ বছর যাবত এলাকার সাধারণ মানুষ এই কাঠের সেতু দিয়েই মোহনপুর বাজারে যাতায়াত করতো৷ অন্যদিকে এলাকার কৃষি জমিতে জল জমে যাওয়ায় ক্ষতির মুখে এলাকার কৃষকরা৷মোহনপুর বাজার সংলগ্ণ সোনাই নদীর উপর দীর্ঘ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটি অস্থায়ী কাঠের সেতু৷ এলাকার প্রায় সবকটি সেতু পাকা স্থায়ী হয়ে গেলেও এই সেতুটিকে স্থায়ী করা হয়নি৷ কারণ এই সেতুটিকে স্থায়ী করার ক্ষেত্রে বাংলাদেশের তরফে আপত্তি জানানো হয়েছে৷ বর্তমানে এই সেতুটি ভেঙ্গে পড়ায় এলাকার মানুষদের মোহনপুর বাজারে যাতায়াতের জন্য মোহনপুরের বাইপাস সড়ক ব্যবহার করতে হচ্ছে৷ অন্যদিকে মোহনপুর মহাকুমা এলাকার ব্যাপক অংশে কৃষিজমি দুদিনের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মোহনপুর মহাকুমার হেজামারা আর ডি ব্লক, লেফুঙ্গা আর ডি ব্লক, মোহনপুর ডি-ব্লক, বামুটিয়া আর ডি-ব্লক এলাকার সবজি চাষ জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রচুর ফসল জলের নিচে তলিয়ে গেছে৷ ফলে এই সমস্ত এলাকার কৃষকরা ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ খবর লেখা পর্যন্ত বহু চাষ জমি জলের  নিচে রয়েছে৷ ধারণা করা হচ্ছে যে পরিমাণ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে আগামী কিছুদিনের মধ্যে এলাকার সবজি বাজার গুলোতে চরম সংকট দেখা দেবে সবজির৷ এই অবস্থায় কৃষকদের ক্ষতির নিরিখে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *