নানা সমস্যায় ভুগছেন কাঠালছড়ির মানুষ, প্রতিকারের দাবি

আগরতলা, ১৮ জুন : ভোট আছে ভোট যায়, ভাগ্যের চাকা ঘোরে না নগর পঞ্চায়েতের কাঁঠালছড়ি এলাকায় বসবাসকারী জনগণের। দীর্ঘদিন ধরে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে রয়েছে। রাস্তাঘাট সংস্কারের জন্য এলাকাবাসী বারবার স্থানীয় নেতা বিধায়ক সহ প্রশাসনের কর্মকর্তাদের দ্বারস্থ হয়েও ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না, এমনটাই অভিযোগ। ফলে, এলাকাবাসী রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অবিলম্বে এলাকার রাস্তাঘাট সংস্কার করে চলাচলের উপযুক্ত করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, সাতচাঁদ ব্লকের অন্তর্গত সাব্রুম নগর পঞ্চায়েতের অধীন ৯ নম্বর ওয়ার্ডের নিচের কাঁঠালছড়ি এলাকার চলাচলের একমাত্র রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। নেই সারাইয়ের কোন উদ্যোগ। ক্ষোভে ফুঁসছে এলাকার জনসাধারণ। এলাকাবাসীর বক্তব্য, এই দৈন্য দশা গ্রস্থ রাস্তার ফলে বিপাকে পড়তে হচ্ছে এলাকার লোকজনকে। সাধারণ মানুষ অসুস্থ হলে আসতে চাইছে না অটোরিক্সা, টমটম প্রভৃতি যানবাহন। আর এলেও চাইছে অত্যধিক ভাড়া। এসমস্ত কারণবশত নিত্যদিন সম্মুখীন হতে হচ্ছে জনগণকে নানা অসুবিধার। এলাকার জনগণ চাইছেন অচিরেই এই দুর্দশা থেকে পরিত্রাণের লক্ষ্যে পদক্ষেপ নিক নগর পঞ্চায়েত।এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাট সংস্কার না করার ফলে কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারছে না। অগ্নিসংযোগ কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জরুরী ভিত্তিতে দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এসব সমস্যা সমাধানে প্রশাসনকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এমনটাই দাবি এলাকার সাধারণ জনগণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *