নতুন ভারত গর্বের সঙ্গে আধুনিক আকাঙ্খাকে নিয়ে প্রাচীন পরিচয়কে বাঁচিয়ে রেখেছে : প্রধানমন্ত্রী

পঞ্চমহল, ১৮ জুন (হি.স.): নতুন ভারত গর্বের সঙ্গে আধুনিক আকাঙ্খাকে নিয়ে প্রাচীন পরিচয়কে বাঁচিয়ে রেখেছে। ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সকালে গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের ওপর নবনির্মিত শ্রী কালিকা মাতা মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালিকা মাতা মন্দির উদ্বোধন করার পর পূজার্চনাও করেছেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখেন মন্দির চত্বর।

পরে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, অযোধ্যায় বিশাল রাম মন্দির রূপ নিচ্ছে, কাশীর বিশ্বনাথ ধাম হোক অথবা আমার কেদার বাবার ধাম। বর্তমানে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধার করা হচ্ছে। নতুন ভারত নিজস্ব আধুনিক আকাঙ্খার সঙ্গে প্রাচীন পরিচয়কে বাঁচিয়ে রেখেছে, তা নিয়ে গর্ব করছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আজকের উপলক্ষও সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টার প্রতীক। এই মুহূর্তে আমি মা কালী মন্দিরে পতাকা উত্তোলন এবং প্রার্থনা করার সুযোগ পেয়েছি। আমার জীবনে যতটুকু সামর্থ্য আছে, যেটুকু পুন্য আছে, তা দেশের মা-বোনদের কল্যাণে উৎসর্গ করে যেতে চাই।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পঞ্চমহলের জনগণের কাছে আমার অনুরোধ, বাইরে থেকে যে সমস্ত ভক্তরা এখানে দর্শনের জন্য আসবেন, আপনারা অবশ্যই তাদের আপনাদের রাজ্যের অন্যান্য পবিত্র তীর্থস্থানে যেতে বলবেন। পর্যটন বাড়লে কর্মসংস্থানও বাড়ে, অবকাঠামোও উন্নত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *