জেনেভা, ১৭ জুন (হি.স.): সুইজারল্যান্ডের জেনেভায় একগুচ্ছ চুক্তিতে সম্মতি দিল বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬৪টি সদস্য দেশ। আর তার নেতৃত্ব দিল ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রীস্তরীয় আলোচনা ছিল এটি। খাদ্য নিরাপত্তা, ই-কমার্স ও ফিশারিজের উপর জোর দেওয়া হয়েছে। গত নয় বছরের প্রথম বড় চুক্তি এটি। বাণিজ্য চুক্তিগুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, সুষম বন্টন মৎস্য ভর্তুকি, এবং উন্নয়নশীল দেশগুলির মহামারীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
বৃহস্পতিবার রাতে শেষ মুহূর্তে চুক্তি নিয়ে একটু অসম্মতি দেখা গিয়েছিল। মৎস্য চাষ এবং টিআরআইপিএস মুকুব সংক্রান্ত আলোচনা নিয়ে দ্বিমত দেখা দেয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের আলোচনার দক্ষতায় বিষয়টা নিয়ন্ত্রণে আসে। দুই রাতের ম্যারাথন আলোচনায় উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক সমঝোতা হয়।
ভারত নিজেদের মৎস্যজীবীদের ভর্তুকি বাড়ানোর অধিকার রক্ষা করে। শেষ মুহূর্তে মৎস্য চুক্তি থেকে বিতর্কিত ধারাগুলি সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে, ভারত ইলেকট্রনিক আমদানির উপর শুল্কের স্থগিতাদেশে ১৮ মাসে সময় বাড়িয়ে নিয়েছে। ভারত সেখানে যুক্তি দিয়েছিল যে, এটি ধনী দেশগুলির সুবিধা হলেও উন্নয়নশীল দেশে সমস্যা হবে। সূত্রের খবর, প্রস্তাবিত চুক্তির মাধ্যমে এই প্রথমবার অতিরিক্ত মাছ ধরা, গভীর সমুদ্রে মাছ ধরা, এবং অবৈধ, অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার উপর নিয়ম চালু করা হয়েছে।

