জম্মু, ১৭ জুন ( হি. স.) : শুক্রবার বিশাল ভূমিধসে বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। হাজার হাজার যানবাহন আটকে পড়ে যায় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
ভূমিধস ২৭০ কিলোমিটার হাইওয়েতে আঘাতে কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা রোমেপাদিতে চার লেনের প্রকল্পের কাজ চলাকালীন এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত না হলেও যানবাহন চলাচলে ক্ষতি হয়েছে। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার অভিযান শুরু হয়েছে। বড় পাথর সরিয়ে সম্পূর্ণভাবে পুনরুদ্ধারের জন্য ধ্বংসাবশেষ অপসারণ করতে কমপক্ষে চার ঘণ্টা সময় লাগবে। সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ রয়েছে।