Covid 19: ভারতে কোভিড-সংক্ৰমণ বেড়ে ১২,৮৪৭; আরোগ্যের হার ৯৮.৬৪ শতাংশ, মৃত্যু ১৪ জনের

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আগের দিনের তুলনায় একটু বেড়ে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৬৩,০৬৩-তে পৌঁছেছে। স্বস্তি দিচ্ছে শুধু মৃত্যুর সংখ্যাই, বৃহস্পতিবার সারাদিনে দেশে মৃত্যু হয়েছে মাত্র ১৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.৪৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬৩,০৬৩-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪,৮৪৮ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ২৭ হাজার ৩৬৫ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯৫,৮৪,০৩,৪৭১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৮১৭ জন (১.২১ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ৭,৯৮৫ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,৮২,৬৯৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *