আগরতলা, ১৭ জুন (হি. স.) : ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের জেরে সমস্ত স্কুল-কলেজ আগামীকাল শনিবার ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। আজ সকাল থেকেই ভারী বর্ষণে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাষ মেনে তাই, আগামীকাল স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বিদ্যালয় শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষে সরকারী এবং সরকার অনুদানপ্রাপ্ত সমস্ত স্কুল এবং মাদ্রাসা আগামীকাল বন্ধ থাকবে। একইভাবে উচ্চ শিক্ষা দফতরও আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার জেরে ত্রিপুরায় সমস্ত সাধারণ ডিগ্রি কলেজ, টেকনিকেল ইনস্টিটিউট এবং প্রফেশনাল কলেজ আগামীকাল বন্ধ থাকবে।প্রসঙ্গত, আজ স্কুল পড়ুয়াদের জন্য অভিভাবকরা ভীষণ চিন্তায় পড়েছিলেন। কারণ, মুষলধারে বৃষ্টিপাতে আগরতলায় বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি কয়েকটি স্কুলেও জল ঢুকে পড়েছিল। ফলে, স্কুল ছুটির পর সন্তানদের বাড়ি আনতে গিয়ে অনেকের কালঘাম ছুটেছে। তাছাড়া, জলমগ্ন মাঝ রাস্তায় স্কুলের বাস বিকল হয়ে পড়েছিল। দমকল বাহিনী গিয়ে ছাত্রীদের উদ্ধার করেছে। স্বাভাবিকভাবে, আগামীকাল পরিস্থিতি আরো ভয়াবহ হবে, এমনটা অনুমান করা হচ্ছে। তাই, স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।