Rahul Gandhi : কেন্দ্রীয় সরকার জনগণের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়েছে: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : কেন্দ্রীয় সরকার জনগণের অনুভূতি বোঝার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে নিজের অভিমত জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার একটি টুইটে রাহুল বলেন, যুবকরা কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প প্রত্যাখ্যান করেছে। এর আগে কৃষকরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাখ্যান করেছিলেন। রাহুল আরও বলেন, সরকার যখন নোট বাতিল করেছিল, তখন অর্থনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছিলেন, ব্যবসায়ীরা জিএসটি প্রত্যাখ্যান করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে রাহুল বলেন, দেশের মানুষ কী চায় তা বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাহুল গান্ধী অগ্নিপথ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে সম্মান করে না এবং তরুণদের ভবিষ্যতের কথাও চিন্তা করে না। তিনি আরও বলেছিলেন, অগ্নিপথ প্রকল্পে কোনও পদ বা কোনও পেনশন ব্যবস্থা নেই। গত দুই বছরে সেনাবাহিনীতে সরাসরি কোনও নিয়োগ হয়নি। অগ্নিপথ প্রকল্পে চার বছর কাজ করার পর সেই যুবকরা কোথায় যাবেন? রাহুল অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে তিনি সেনাবাহিনীকে সম্মান করেন না। দেশের বেকার যুবকদের কথা শোনার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন জানিয়েছেন। ‘অগ্নিপথে’ গাড়ি চালিয়ে তাদের ধৈযের ‘অগ্নি পরীক্ষা’ নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *