Madhya Pradesh : রঞ্জি সেমিফাইনালে চ্যালেঞ্জের মুখে বাংলা, জয়ের লক্ষ্যে মধ্যপ্রদেশ

আলু্র (কর্নাটক), ১৭ জুন।। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন বাংলা। রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচ। জয়ের জন্য বাংলার আরও ২৫৪ রানের প্রয়োজন। হাতে রয়েছে ৬ উইকেট। অধিনায়ক ঈশ্বরণ উইকেটে রয়েছেন ঠিকই, তবে নির্ভরযোগ্য অলরাউন্ডার মনোজ তেওয়ারি আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছেন বলে বাংলার শিবিরে কিছুটা চিন্তার ছাপ রয়েছে। প্রথম ইনিংসে শতরানকারী আরও একজন শাহবাজ এখনও ব্যাট করতে নামে নি বলে বেঙ্গল কিঞ্চিৎ আশার আলো দেখছে। কর্নাটকের আলুর ক্রিকেট স্টেডিয়ামে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে বাংলা বনাম মধ্যপ্রদেশের মধ্যে খেলা। বাংলার বোলাররা বিশেষ করে শাহবাজ এবং প্রদীপ্ত প্রামানিক দুর্দান্ত বল করে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস ২৮১-তে থামিয়ে কিছুটা ভালো কাজ করেছে। এখন দেখার বিষয় আগামীকাল ম্যাচের পঞ্চম তথা অন্তিম দিনে বাংলার ব্যাটার্স-রা কতটুকু এগিয়ে নিতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার ম্যাচ শুরুতে টস জিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দেড় দিনে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ৩৪১ রান সংগ্রহ করলে জবাবে বাংলা তাদের প্রথম ইনিংস শেষ করে ২৭৩ রানে। ৬৮ রানে লিড নিয়ে মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ১১৪.২ ওভারে ২৮১ রান সংগ্রহ করে নেয়। এবার জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্যে বাংলা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলা ৯৬ রান সংগ্রহ করে নিয়েছে। অধিনায়ক এ.আর ঈশ্বরণ ৫২ রানে উইকেটে রয়েছেন। সঙ্গে রয়েছে অনুষ্ঠুপ মজুমদার ব্যক্তিগত আট রানে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে হিমাংশু মন্ত্রীর ১৬৫ রান এবং অক্ষত রঘুবংশের ৬৩ রান উল্লেখযোগ্য। বাংলা দলের মনোজ তেওয়ারি ও শাহবাজের জোড়া শতরান উল্লেখ করার মতো। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের অধিনায়ক আদিত্য শ্রীবাস্তবের ৮২ রান এবং রজত পাতিদার-এর ৭৯ রান দলের স্কোর সমৃদ্ধ করেছে। বোলিংয়ে শাহাবাজের সাফল্য ৫/৭৯ চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *