নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সারা দেশে বালিকা সরপঞ্চ যোজনা বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন।
শুক্রবার কেন্দ্রীয় সরকারের আট বছরের শাসনকালে কৃতিত্বের বিশদ বিবরণ দিয়ে ইরানি বলেন, সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক পরিকল্পনা করেছে এবং সেগুলি বাস্তবায়নও করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সরকার দেশের প্রত্যন্ত ও উপজাতি এলাকায় পৌঁছে দিতে সফল হয়েছে। গুজরাটের কচ্ছ অঞ্চলের গ্রামীণ এলাকায় মেয়ে শিশু সরপঞ্চের ভাবনা শুরু হয়েছে। গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, বালিকা পঞ্চায়েত মহিলাদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বালিকা সরপঞ্চ যোজনা কচ্ছ অঞ্চলে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতে ১১ থেকে ১৮ বছর বয়সী সমস্ত মেয়েরা ভোট দিয়ে নিজস্ব পঞ্চায়েত গঠন করে। বালিকা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত মেয়েরা জানিয়েছেন, তাদের পঞ্চায়েতের পরামর্শ গ্রামে সামাজিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং শিক্ষার স্তরের উন্নতিতে সাহায্য করেছে। সরকারের কল্যাণমূলক স্কিমগুলির উন্নত পরিষেবা এবং সেগুলি প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছাতে সহায়তা করা।

