আগরতলা, ১৬ জুন : বৃহস্পতিবার উপনির্বাচনের প্রচারে নেমেছে আজাদ সমাজ পার্টি। সম্প্রতি এই দলে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। এদিন ৬ আগরতলা কেন্দ্রের আজাদ সমাজ পার্টির মনোনীত প্রার্থী মেজর ব্রজলাল দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেছেন সংঘটনের নেতৃত্বরা। তিনিও তাঁদের সাথে প্রচারে সামিল হয়েছেন। প্রার্থী মেজর ব্রজলাল দেবনাথ জানিয়েছেন, বাড়ি বাড়ি প্রচারে মানুষের থেকে সাড়া পাচ্ছেন। মানুষ আজাদ সমাজ পার্টির যে চিন্তা ধারা তাকে গ্রহন করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
অপরদিকে প্রাক্তন বিধায়ক আশিস দাস বলেন, আজাদ সমাজ পার্টি এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের লড়াই নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, এলাকার মানুষ বলেছেন তারা আজাদ সমাজ পার্টির সঙ্গে আছেন। একটা নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে পার্টির ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পথকে মসৃণ করার আহ্বান করেছেন তিনি।