নয়াদিল্লি, ১৬ জুন ( হি. স.) : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সুপ্রিমো শরদ পাওয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী হতে অস্বীকার করেছেন। কিন্তু এনডিএ তাঁকে সমর্থন করলে পাওয়ার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে সম্মত হতে পারেন।
বৃহস্পতিবার বিরোধী জোটের বৈঠক সম্পর্কে এনসিপি বিহার শাখা সহ-সভাপতি তথা মুখপাত্র নবীন কুমার সিং বলেন, শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদের জন্য কোনও নির্বাচনের পক্ষে ছিলেন না। বিরোধীদের শক্তির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিরোধী প্রার্থীর প্রয়োজনীয় সংখ্যা ছিল কিন্তু শরদ পাওয়ার আদর্শগতভাবে এই পদের জন্য যেকোনও নির্বাচনের বিরুদ্ধে ছিলেন। শীর্ষ পদের মর্যাদা বজায় রাখতে সর্বসম্মত নির্বাচনকে পছন্দ করেছিলেন। সিং আরও বলেন, এখন বল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে(এনডিএ)-র কোর্টে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নেয় কিনা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে পাওয়ারকে সর্বসম্মত সমর্থনের জন্য এনডিএ-র সিদ্ধান্ত দেশের মর্যাদাও বাড়াবে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত দেশের বিভিন্ন বিরোধী দলের বৈঠকের সময় রাষ্ট্রপতি পদের জন্য শরদ পাওয়ারের প্রার্থীপদের বিষয়ে সমস্ত বিরোধী দলগুলির মধ্যে একটি ঐকমত্য হলেও তিনি প্রার্থী হতে গড়রাজি থাকেন।

