আলুর (কর্ণাটক), ১৬ জুন।। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে। রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলা হচ্ছে। কর্নাটকের আলুর স্টেডিয়ামে মধ্যপ্রদেশ বনাম বাংলার মধ্যে খেলা। তৃতীয় দিনের খেলা শেষে মধ্যপ্রদেশ ২৩১ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও আট উইকেট। দুদিনের খেলা বাকি। টার্গেট রয়েছে অন্ততপক্ষে চার শতাধিক রানে লিড নিয়ে বাংলার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। উল্লেখ্য, দ্বিতীয় দিনের খেলা শেষে বুধবার, বাংলা ৬৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছিল। তখনও বাংলা ১৪৪ রানে পিছিয়ে ছিল। তবে মনোজ তেওয়ারি ও শাহবাজের অনবদ্য ব্যাটিংয়ে দল অনেকটা এগোতে পেরেছে। মনোজ এবং শাহবাজ দুজনের দুটো শতরানে বাংলার স্কোর অনেকটা উন্নত করতে পেরেছিল। মনোজ ১০২ রানে এবং শাহবাজ ১১৬ রানে আউট হন। আজ তৃতীয় দিনে বাংলা ২৭৩ রানে তাদের প্রথম ইনিংস শেষ করলে মধ্যপ্রদেশ ৫৮ রানের লিড পায়। মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। সবমিলে মধ্যপ্রদেশ এই মুহূর্তে ২৩১ রানে এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশের রজত পাতিদার ৬৩ রানে এবং আদিত্য শ্রীবাস্তব ৩৪ রানে উইকেটে রয়েছেন।
2022-06-16