Rath Yatra: রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে, পুরীতে পুরোদমে চলছে রথ নির্মাণের কাজ

পুরী, ১৬ জুন (হি.স.): হাতে খুব বেশি আর সময় নেই, ঐতিহ্যশালী শহর পুরীতে এখন রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই চলছে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ নির্মাণের কাজ। রথ নির্মাণের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের এখন আর বিশ্রাম নেওয়ার সময় নেই, দিনরাত কাজ করে চলছে তাঁরা। পুরী বিশ্বখ্যাত রথযাত্রার জন্য রথ নির্মাণের কাজ এখন পুরোদমে চলছে। নতুনভাবে সেজে উঠছে সমুদ্র শহর পুরী।

ভগবান জগন্নাথের নন্দীঘোষ রথের প্রধান ছুতোর বিজয় মহাপাত্র জানিয়েছেন, ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ প্রতি বছর নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে নতুনভাবে নির্মিত হয়। পুরীর জগন্নাথ রথযাত্রার ঐতিহ্য ৪৬০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। আগামী ১ জুলাই মহাপ্রভু জগন্নাথদেবের রথযাত্রা, ফলে হাতে আর বেশি সময় নেই। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *