নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ জুন৷৷ নেশাকারবারের সাথে যুক্ত অভিযুক্তকে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করলো শান্তিরবাজার থানার পুলিশ৷
ঘটনার বিবরণে জানা যায় গত ১০ই জুন কাঁঠালিয়া এলাকা থেকে এক নেশাকাবরাীকে নেশাসামগ্রী সহ গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ৷ অভিযুক্তের নাম জাহাঙ্গির হোসেন ( ৪১ )৷ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন মেলাঘর থানার টেলকাজলা এলাকার বাসিন্দা৷ অভিযুক্তকে গ্রেপ্তারের পর অসুস্থ থাকার জন্য উন্নত চিকিৎসা করাতে আগরতলা জিবি হাসাপাতালে রাখা হয়৷ অবশেষে চিকিৎসা শেষে জাহাঙ্গীর হোসেনকে বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার থানায় নিয়ে আসা হয়৷ বৃহস্পিতবার অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেবণ করা হয়৷