Rahul Gandhi: সেনাবাহিনীর প্রতি কোনও সম্মান নেই সরকারের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার অগ্নিপথ নিয়োগ প্রকল্পের তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, সেনাবাহিনীর প্রতি কোনও সম্মান নেই সরকারের। রাহুল গান্ধী বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, কোনও পদও নেই, পেনশনও নেই। দুই বছর ধরে নেই সরাসরি নিয়োগ। ৪ বছর পরে স্থিতিশীল ভবিষ্যত নেই। সেনাবাহিনীর প্রতি সম্মান নেই। দেশের কর্মহীন যুবকদের কণ্ঠস্বর শুনুন, তাঁদের ‘অগ্নিপথ’-এ চালিয়ে তাঁদের সংযমের ‘পরীক্ষা’ নেবেন না প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই প্রকল্পে সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) যোগ দিতে পারবেন। তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। থাকবে না কোনও পেনশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *