Protest: ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে গর্জে উঠল বিহার, ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে যুব সমাজ

পাটনা, ১৬ জুন (হি.স.): ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে গর্জে উঠল বিহারের হাজার-হাজার সশস্ত্র বাহিনীর পরীক্ষার্থীরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সকলে। কেউ কেউ প্রশ্ন করেছেন, ৪ বছর পর আমরা কোথায় যাব? কেউ বলেছেন, মাত্র ৪ বছরের জন্য কেউ সেনাবাহিনীতে যাবেন না। সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বৃহস্পতিবার বিহারের নওদা-তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান যুবকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। একজন আন্দোলনকারী বলেছেন, “আমরা সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য কঠোর পরিশ্রম করি। প্রশিক্ষণ ও ছুটির সঙ্গে, মাত্র ৪ বছরের জন্য সার্ভিস আবার কেমন হবে? মাত্র ৩ বছরের প্রশিক্ষণ নিয়ে আমরা কীভাবে দেশকে রক্ষা করব? সরকারকে এই স্কিম ফিরিয়ে নিতে হবে।”

বিহারের জেহেনাবাদেও এদিন বিক্ষোভ দেখান সশস্ত্র বাহিনীর পরীক্ষার্থীরা। বিক্ষোভ প্রতিবাদের জেরে রেল পরিষেবা ও সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। জেহেনেবাদে একজন আন্দোলনকারী বলেছেন, “মাত্র ৪ বছর কাজ করার পর আমরা কোথায় যাব?… ৪ বছর চাকরি করার পর আমরা গৃহহীন হয়ে পড়ব। তাই আমরা আন্দোলনে নেমেছি; দেশের নেতারা এখন বুঝবেন যে জনগণ সচেতন।” কেন্দ্রের এই অগ্নিপথ নিয়োগ প্রকল্প ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন সকলে।

উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্র। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের পোশাকি নাম হবে ‘অগ্নিবীর’। নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতে শারীরিক সক্ষমতা এবং মেধা যাচাই করেই তাঁদের নিয়োগ হবে ‘অগ্নিপথ’ প্রকল্পে। প্রাথমিক ভাবে অগ্নিবীরদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে প্রায় ৪৫ হাজার টাকা হবে ((চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। প্রথম ছ’মাস হবে প্রশিক্ষণপর্ব। চার বছর পর অগ্নিবীরদের এক চতুর্থাংশ যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনায় আরও ১৫ বছরের নিয়োগ পাবেন। বাকিরা ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে অবসরের সুযোগ পাবেন। অগ্নিবীরদের একাংশকে পরিবহণ মন্ত্রক, শুল্ক দফতরের মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করার বন্দোবস্ত করবে সরকার। অবসরের পর ব্যবসা করতে চাইলে পাবেন ব্যাঙ্ক ঋণের বিশেষ সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *