নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৫ জুন৷৷ সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হলো কল্যাণপুরে৷ বুধবার বেলা তিনটায় ত্রিপুরা লোকায়ুক্তের উদ্যোগে হয় এই সচেতনতা মূলক সেমিনার৷ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে প্রদীপ জ্বালিয়ে এই সচেতনতা মূলক সেমিনারের সূচনা করেন ত্রিপুরার লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা৷ সেমিনারে বক্তব্য রাখেন ত্রিপুরা লোকায়ুক্তের দুইজন রেজিস্টার বি কে রায় এবং বাদল রায়৷ এছাড়া ভাষণ রাখেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ৷ ছিলেন কল্যাণপুর ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, ডিসিএম অঞ্জন দাস৷ কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান,পঞ্চায়েত সমিতির সদস্য পাশাপাশি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ ছিলেন অঙ্গনারী ওয়ার্কার এবং সহায়িকা সহ পুলিশ দমকল বনদপ্তরে কর্মীরা৷আরো বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন সেমিনারে৷ প্রধান বক্তার ভাষণে কল্যাণ নারায়ণ ভট্টাচার্য বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে লোকায়ুক্তের ভূমিকা রয়েছে৷ সেই ক্ষেত্রে চাই আপনাদের সহযোগিতা৷ আমাদের চিন্তা করতে হবে সরকারটা যেন দুর্নীতিমুক্ত থাকে৷ সরকারের অনেক কাজ৷ শুধুমাত্র দুর্নীতি মুক্ত করাই সরকারের কাজ নয়৷ ২০০৮ সালে ত্রিপুরায় লোকায়ুক্ত আইন পাশ হয়৷ ২০১১ সালে তা চালু হয়েছে রাজ্যে৷ লোকায়ুক্ত কি, কি তার কাজ, তার থেকে মানুষের কি উপকার হবে জনসাধারণকে এ বিষয়ে অবগত করতে গোটা রাজ্য চষে বেড়াচ্ছি৷ আপনারা যেটা বুঝবেন এটা অন্যদেরকে বুঝাবেন৷ সাহস করে এগিয়ে আসতে হবে এই কাজে৷ সাহস করে দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে৷
2022-06-15

