Ramnath Kovind: গোয়ার নতুন রাজভবনের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি, গভর্নর হাউস প্রাঙ্গণে নির্মিত হবে ভবনটি

পানাজি, ১৫ জুন (হি.স.): গোয়ায় নতুন রাজভবনের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নতুন গোয়া রাজভবনের শিলান্যাস করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বর্তমান গভর্নর হাউস প্রাঙ্গণে নতুন রাজভবনটি নির্মাণ করা হচ্ছে, যা পাহাড়ের উপর অবস্থিত তৎকালীন পর্তুগিজ শাসনামলে নির্মিত ৪৫০ বছরের পুরানো অবকাঠামো। বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে আয়োজিত হয় শিলান্যাস অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *