নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ৫৭ নং যুবরাজনগর কেন্দ্রের উপ ভোটকে সামনে রেখে সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম দলের মনোনীত প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের সমর্থনে বুধবার পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়৷ প্রথমটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় রামনগর বাজারে৷ এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ এদিনের দেওছড়া এবং রামনগর এলাকার দলীয় কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল করে এই জনসভায় সামিল হন৷ তারপর অপর জনসভাটি হয় হাফলং তহশিল অফিসের মাঠে৷ পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান বক্তা মানিক সরকার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে উপনির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন৷ তিনি বলেন, রাজনীতিতে কোন কিছুই অসম্ভব নয়৷কখন কোন সরকারের পতন ঘটবে তা সময় একমাত্র বলতে পারে৷ তাছাড়া বর্তমান বিজেপি সরকারের দুর্নীতি ও সন্ত্রাষের বিষয় নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন৷তাছাড়া বিরোধী দল নেতা বলেন,সব ধরনের বাধা বিপত্তিকে উপেক্ষা করে আসন্ন উপভোটে সকলেই নিজ নিজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য৷ তাছাড়া ৫৭ নং যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের উপর ভরসা রেখে তাকে বিপুল ভোট জয়যুক্ত করার আহ্বান রাখেন৷ যাতে করে শৈলেন্দ্র চন্দ্র নাথ আগামীদিনে যুবরাজ নগরবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করতে পারেন৷
2022-06-15