গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : আজ দ্বিতীয়দিনও অপরিবর্তিত গুয়াহাটির জলপ্লাবণ। আজ বুধবারও জল থইথই মহানগরের অসংখ্য এলাকার অলিগলি। ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা আইএমডির আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস ও লাল সতর্কতার পরিপ্রেক্ষিতে আজ আরও কয়েকটি হেল্পলাইন নম্বরের পাশাপাশি কিছু আপৎকালীন নির্দেশিকা জারি করেছেন কামরূপ মেট্রোর জেলাশাসক পল্লবগোপাল ঝা।
অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত এবং ধসের প্ৰতি লক্ষ্য রেখে নাগরিকদের সুরক্ষিত রাখতে নাগরিকদের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন জেলাশাসক। জরুরি নির্দেশিকা জারি করে জেলাশাসক আইএএস পল্লবগোপাল মহানগরের সর্বস্তরের নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। এছাড়া জলমগ্ন ও ধস কবলিত গুয়াহাটিবাসীকে নেহাৎ জরুরি কাজ ছাড়া বাড়িঘর থেকে বের হতে পুনরায় নিষেধ করে সতর্কবার্তা জারি করার পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে সকল নাগরিকের বাড়িঘরে কৃত্রিম বন্যার জল ঢুকতে পারে বা ভূমিধসের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁদের সুরক্ষিত স্থানে স্থানান্তর করার দরকার পড়লে মেট্রো জেলা প্ৰশাসনের সঙ্গে নিম্নলিখিত ফোন নম্বরের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
আপৎকালীন পরিস্থিতির জন্য নতুন আরও যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেগুলি যথাক্রমে ১০৭৭/৯৩৬৫৪ ২৯৩১৪, গুয়াহাটি রাজস্ব সার্কল অফিসারের ৯৫০৮২ ০৯৬৮৬, দিশপুর রাজস্ব সার্কল অফিসারের ৮৩৭৬০ ২৯৯৮৪, গুয়াহাটি ফিল্ড অফিসারের ৯৭০৭৭ ২৭৪২২, দিশপুর ফিল্ড অফিসারের ৮৮৭৬০ ৮৬৪৮৮।